প্রতিবেদন : আজ, রবিবার গুগল সার্চ খুললেই ভেসে উঠছে ল্যাঙট পরা এক গুঁফো এক পালোয়ানের ছবি। হাতে গদা নিয়ে দাঁড়িয়ে থাকা এই পালোয়ানের পরিচয় জানতে অনেকেই হয়তো মাথা চুলকাতে শুরু করেছেন। বিদেশ তো দূরের কথা, দেশেরই অনেকে ভুলে গিয়েছেন এই পালোয়ানকে। গুগল ডুডলের এই ব্যক্তিটি হলেন গামা পালোয়ান (Gama Pehelwan)। ১২০০ কেজি ওজনের পাথর তুলে বিশ্বখ্যাত হয়েছিলেন গামা। ১৮৭৮ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্ম গামা পালোয়ানের। ব্রুস লি ছিলেন তাঁর অন্ধ ভক্ত। মাত্র ১০ বছর বয়সে গামা (Gama Pehelwan) প্রতিদিন ৫০০ ডন ও ৫০০ বৈঠক দিতে পারতেন। তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে গুগল ডুডলে তাই গামা পালোয়ানের ছবি দিয়েছে। স্বাধীনতার আগে ভারতে গামাই বিশ্ব কুস্তির দরবারে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। রিংয়ে তাঁকে দি গ্রেট গামা বলে ডাকা হত। অস্বাভাবিক শক্তির কারণে তাঁকে রুস্তম-ই-হিন্দ বলা হত। গামার আসল নাম গুলাম মহম্মদ বক্স দত। এক সময় নিয়মিত তাঁর কসরতের অনুকরণ করতেন ব্রুস লি।
আরও পড়ুন: আইপিএল নিয়ে জুয়ায় ধৃত ছয়