ফুচকা, গোলগাপ্পা, পানিপুরি যে নামেই পরিচিত হোক না কেন শুনলেই জিভ থেকে জল আসতে শুরু করে। ফুচকা এমনই স্ট্রিটনফুড যার জনপ্রিয়তা দেশের বাইরেও রয়েছে। ছোট থেকে বড় সকলেই বারবার খেতে চায় ফুচকা। বুধবার গুগল তাদের ডুডলে ফুচকা নিয়ে হাজির হয়েছে। কিন্তু কেন গুগলের ডুডলে (Google-Doodle) হঠাৎ জায়গা পেল ফুচকা?
আরও পড়ুন- যমুনার জলস্তর ছাপিয়ে গেল ৪৫ বছরের রেকর্ড, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকাতেও জল
গুগলের ডুডলে (Google-Doodle) ফুচকার জায়গা পাওয়ার একটি গল্প রয়েছে। যা এখন থেকে ৮বছর আগের ২০১৫ সালের ঘটনা। ২০১৫ সালের ১২ জুলাই ইন্দোরে পানিপুরি নিয়ে ঘটেছিল একটি ঘটনা। ওইদিন সেখানে একটি দোকান বিশ্বরেকর্ড করে ফেলে। গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম তুলে ফেলে ওই দোকান। সেদিন দোকানে ৫১টি স্বাদের ফুচকা তৈরি করা হয়। তার মধ্যে টক-ঝাল ফুচকার সঙ্গে ছিল মিষ্টি চকোলেট ফুচকাও। সব মিলিয়ে চারিদিকে চূড়ান্ত শোরগোল পড়ে যায় সেই বিশ্বরেকর্ড নিয়ে। বিশ্বরেকর্ডের ৮বছর পরে ফুচকার প্রতি ভালোবাসা জানিয়ে গুগল ১২ জুলাই একটি ডুডল বানাল গুগলের তরফে। তবে এটি শুধুই অ্যানিমেটেড ডুডল নয়, এর সঙ্গে রয়েছে একটি মজাদার খেলাও।