যোগীরাজ্যে (Goonda tax- Uttar Pradesh) তোলাবাজি-অভিযোগে ফের ধুন্ধুমার। ঠিকাদারের কাছে তোলা আদায়ের অভিযোগ উত্তরপ্রদেশের বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে। তোলা না মেলায় ৭কিলোমিটার অংশ রাস্তা খুঁড়ে দিয়ে চলে গেলেন বিধায়ক ঘনিষ্ঠ। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের শাহজাহানপুর বিধানসভা এলাকায়।
আরও পড়ুন- তৃণমূলের প্রতিনিধি দলকে উত্তরবঙ্গে যাওয়ার প্রস্তাব দুর্ভাগ্য়জনক, ‘জমিদারি’ নিয়ে ধুয়ে দিল শাসকদল
নির্মাণ সংস্থার ম্যানেজার রমেশ সিং ১৫-২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর (Goonda tax- Uttar Pradesh) করেছেন। অভিযুক্তদের মধ্যে একজন কাটরার বিজেপির বিধায়ক বীর বিক্রম সিংয়ের ঘনিষ্ঠ জগবীর সিং। জগবীর নিজেকে বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ বলেই দাবি করেছিলেন। ঠিকাদারের অভিযোগ, জগবীর সিং নির্মাণ সংস্থার কর্মীদের ভয় দেখিয়েছিলেন এবং ৫ শতাংশ কমিশনের দাবি করেছিল।
জগবীর সিং ও তার দলবল নির্মাণ শ্রমিকদের মারধর করে যন্ত্রপাতিতে আগুনও লাগিয়ে দেয় বলে অভিযোগ। শকুন্তলা সিং নামে ওই ঠিকাদারের অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।