প্রচারেই জয়ের ইঙ্গিত পাচ্ছেন গোপাল

শহরে দাপিয়ে প্রচার তৃণমূল প্রার্থী গোপাল লামার। নবীনদের স্নেহ এবং প্রবীণ জনতার দরজায় পৌঁছে মাথা পেতে আশীষ নিলেন তৃনমূল প্রার্থী গোপাল লামা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শহরে দাপিয়ে প্রচার তৃণমূল প্রার্থী গোপাল লামার। নবীনদের স্নেহ এবং প্রবীণ জনতার দরজায় পৌঁছে মাথা পেতে আশীষ নিলেন তৃনমূল প্রার্থী গোপাল লামা। আর এই বিনম্র প্রাক্তন আধিকারিক তৃণমূল প্রার্থীর আচরণ আমজনতার মনে ছাপ ফেলেছে। শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ১৮ নম্বর ওয়ার্ডে সকাল থেকে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী গোপাল লামা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর টানে জলপাইগুড়িতে জনজোয়ার

ওয়ার্ডের মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়েন। এরপরই ওয়ার্ডে বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচারে দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ, ওয়ার্ড কাউন্সিলর-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের উপস্থিতিতে পাড়ার অলিতে-গলিতে প্রচারে পৌঁছে যান প্রার্থী। সেখানে দার্জিলিঙ জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ভোট প্রার্থনা নয় বরং মহিলাদের কাছে খোঁজ নেন চলতি মাসে তাদের একাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা ঢুকেছে কিনা। বাড়ির প্রতিটি মহিলার নাম নথিভুক্ত রয়েছে কিনা তাও জানতে চান। যদি কোনো সমস্যা হয় কোথায় কিভাবে জানাতে হবে তা অবগত করেন এলাকাবাসীদের। গোপাল লামার দীর্ঘদিনের প্রশাসনিক দক্ষতা প্রচারে নজরে আসে। তিনি প্রবীণদের সমস্যা অসুবিধের কথা জানতে চান। ভোটার কার্ড সঠিকভাবে রয়েছে কিনা, কোনও সমস্যা হলে কী করতে হবে সেসব জানান। শয্যাশায়ী হলে কীভাবে আবেদন জানাতে হবে সেসব খুঁটিনাটি পরিবারের সদস্যদের বুঝিয়ে দেন।

Latest article