সংবাদদাতা, বনগাঁ : মঙ্গলবার মাঝরাতে আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বনগাঁর দু’নম্বর রেলগেট এলাকার বেশ কয়েকটি দোকান। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি। এলাকাবাসীর ধারণা, একটি চপের দোকান থেকে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ (Gopal Sheth) ঘটনাস্থলে এসে আশ্বাস দেন, পুরসভা যতটা সম্ভব সাহায্য করবে। নতুন করে দোকানঘর তৈরির বিষয়ে পুরপ্রধান (Gopal Sheth) বলেন, ‘আমরা আমাদের কাউন্সিলরদেরকে নিয়ে সকালে এলাকা পরিদর্শনে যাই। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুরসভা থেকে দোকানগুলিকে নতুন করে তৈরি করে দেওয়া হবে। পরবর্তীতে ব্যবসার জন্য আর্থিক সহযোগিতা বা ঋণ লাগলে তারও ব্যবস্থা করে দেব।’
আরও পড়ুন-তৃণমূলের প্রতিবাদ সভায় আওয়াজ উঠল রাম-বামের ষড়যন্ত্র রুখতে হবে