ঘুড়িতে করোনা-প্রচার গোপীবল্লভপুর পুলিশের

গোপীবল্লভপুর বাজারে স্কুলপড়ুয়াদের হাতে ঘুড়ি দেওয়া হল। ঘুড়িতে লেখা আছে, মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।

Must read

মিতা নন্দী, ঝাড়গ্রাম : করোনা নিয়ে অভিনব প্রচার! ঘুড়ি বিতরণ করে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করল গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুর বাজারে স্কুলপড়ুয়াদের হাতে ঘুড়ি দেওয়া হল। ঘুড়িতে লেখা আছে, মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।

আরও পড়ুন-উধাও বিজেপি, পাশে যুবশক্তি

এছাড়াও যারা মাস্ক পরছেন না, তাঁদের সচেতন করে দিচ্ছেন পুলিশকর্মীরা। এই মাস্ক সচেতনতার পাশাপাশি গোপীবল্লভপুরের সবজি বাজার, মার্কেট কমপ্লেক্স, চেকপোস্ট, বাসস্ট্যান্ড, বাস, ছোট গাড়ি, হাতিবাড়ি মোড়ে বাথরুম, বিশ্রামাগার, রাধাগোবিন্দ জিউর মন্দিরচত্বর স্যানিটাইজ করা হয়। গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রামাণিক বলেন, ‘গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে করোনা নিয়ে সচেতন করতে স্কুলপড়ুয়াদের হাতে কিছু ঘুড়ি তুলে দিলাম। তাতে লেখা আছে– মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। এতে বাচ্চারা নিজেরা সচেতন হবে এবং পরিবারের সকলকেও সচেতন করবে বলে আশাবাদী আমরা।’

Latest article