সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী ৭-৮ মার্চ দু-দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে গরুমারা, চাপড়ামারি এবং নেওড়া ভ্যালি, লাটাগুড়ি সমস্ত জঙ্গল। পাশাপাশি জঙ্গলের ভেতরে পর্যটকদের জন্য যে সমস্ত থাকার জায়গা রয়েছে সেগুলিও বন্ধ থাকবে এই দু’দিন। গরুমারা বন্যপ্রাণ বিভাগ এবং জলপাইগুড়ি বন বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত দোল উৎসবকে কেন্দ্র করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। হোলির এই সময় এক শ্রেণির সম্প্রদায়ের মধ্যে শিকার উৎসব হয়।
আরও পড়ুন-মাঠে নামলেন কাইথ, প্রস্তুতি মোহনবাগানের
সেই সময় তারা জঙ্গলের ভেতরে ঢোকে শিকার করার উদ্দেশ্যে। পর্যটকদের আড়ালে যেন এই সম্প্রদায়ের মানুষ জঙ্গলের ভেতরে প্রবেশ করতে না পারে এই কারণেই প্রতি বছর দোলের এই দু’দিন জঙ্গল বন্ধ রাখা হয়। বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকার বনবস্তির বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে এই উৎসবের দিনগুলি শুধুমাত্র রঙের মাধ্যমেই পালন করেন সেই কথাও তাঁদের বোঝানো হচ্ছে। এছাড়া ডুয়ার্সের প্রত্যেকটি জঙ্গলে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।