প্রতিবেদন : অনেক টালবাহানার পর শেষপর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন গোতাবায়া রাজাপক্ষে। দেশ জোড়া প্রবল জনরোষ থেকে বাঁচতে মঙ্গলবারই সস্ত্রীক মালদ্বীপে গিয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সেখানেও নিরাপদে ছিলেন না। মালদ্বীপেও শ্রীলঙ্কার নাগরিকরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। মালদ্বীপ তাঁর কাছে নিরাপদ নয় এটা বুঝতে পেরে শেষ পর্যন্ত মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে গিয়েছেন গোতাবায়া। সংবাদসংস্থা এপি এই খবর দিয়েছে।
আরও পড়ুন-কানাডায় গান্ধীমূর্তি ভাঙচুর, নিন্দা সর্বস্তরে
জানা গিয়েছে, সৌদি এয়ারলাইন্সের বিমানে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর গিয়েছেন রাজাপক্ষে। তবে তিনি সেখানে যে খুব বেশিদিন থাকবেন তা নয়। তাঁর লক্ষ্য হল দুবাই যাওয়া। আপাতত নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছেন গোতাবায়া। মালদ্বীপে পৌঁছলেও সেদেশে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। একজন অপরাধীকে কেন জায়গা দেওয়া হয়েছে সে বিষয়ে প্রশ্ন উঠেছে। সে কারণেই গোতাবায়া মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে গিয়েছেন। এখন দেখার সিঙ্গাপুর কিংবা দুবাইতেও তাঁকে গণবিক্ষোভের মুখে পড়তে হয় কি না।
আরও পড়ুন-দেশের অর্থনীতিতে গ্রহের ফের, খোঁচা
এদিকে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছেই নিজের পদত্যাগপত্র ই-মেল মারফত দেশের সংসদের স্পিকার আবেয়াবর্ধনের কাছে পাঠিয়ে দেন গোতাবায়া। শেষ পর্যন্ত প্রবল জনরোষের চাপেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। স্পিকার গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এদিন সন্ধ্যায় প্রেসিডেন্টের পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই উৎসবে মেতে ওঠেন দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা। অনেকেই বাজি পোড়ান। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই স্পিকার রাজাপক্ষেকে হুমকি দিয়ে বলেছিলেন, তিনি স্বেচ্ছায় ইস্তফা না দিলে তাঁকে অন্য রাস্তায় হাঁটতে বাধ্য হতে হবে। প্রয়োজনে তিনি প্রেসিডেন্টকে বরখাস্ত করবেন। তবে শেষপর্যন্ত স্পিকারকে এতটা কঠিন হতে হল না। নিজের সম্মান বাঁচাতে সরে দাঁড়ালেন গোতাবায়া।