দুর্গতদের হাতে হাতে মিলছে সরকারি নথি

বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই জোরকদমে চলেছে ত্রাণের কাজ। সেই সঙ্গে সরকারি নথি পুনরায় পাওয়ার ব্যবস্থাও চলছে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : বিপর্যস্ত উত্তরবঙ্গের পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশেই জোরকদমে চলেছে ত্রাণের কাজ। সেই সঙ্গে সরকারি নথি পুনরায় পাওয়ার ব্যবস্থাও চলছে। জেলার একাধিক জায়গায় শুরু হয়েছে ‘নথি পুনরুদ্ধার শিবির’। সেখানেই পাওয়া যাচ্ছে রেশন কার্ড, আধার কার্ড, জাতি ও জন্মসনদ-সহ প্রয়োজনীয় সমস্ত সরকারি নথিপত্র। আবেদন করলেই তৎক্ষণাৎ হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন নথি। শনিবার ধূপগুড়িতে শিবিরে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ ও ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মলচন্দ্র রায়।

আরও পড়ুন-আনন্দকে হারিয়ে ট্রফি কাসপারভের

তাঁদের উপস্থিতিতেই বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় এই গুরুত্বপূর্ণ কাগজপত্র। বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, “মানুষ যাতে প্রশাসনের দ্বারে দ্বারে না ঘুরতে হয়, সেইজন্যই মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। মানুষের স্বস্তিই তাঁর একমাত্র প্রাপ্তি।” অন্যদিকে মহুয়া গোপ বলেন, “মানুষের বিপদের দিনে সরকার তাঁদের পাশে আছে, এই উদ্যোগ তার প্রমাণ। রাজ্য প্রশাসন প্রতিটি দুর্গত পরিবারের পাশে থেকে কাজ করছে।” নিজেদের হারানো নথিপত্র ফিরে পেয়ে স্বস্তিতে মুখ উজ্জ্বল হয়েছে বন্যাদুর্গত পরিবারের। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আবারও প্রমাণিত এই সরকার মানুষের সরকার, দুর্যোগে পাশে থাকা এই সরকারেরই সংস্কৃতি।

Latest article