প্রতিবেদন : দীর্ঘ ১৮ দিন পুজোর ছুটি শেষ হওয়ার পর রাজ্য সরকারি দফতরগুলি খুলেছে সোমবার। এদিন সকাল থেকেই সরকারি দফতরগুলিতে কর্ম-তৎপরতার চেনা ছবি ধরা পড়েছে। একই সঙ্গে চলে বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের পালা। নবান্ন থেকে নবমহাকরণ, খাদ্য ভবন থেকে বিধানসভা— সর্বত্রই কর্মীদের সমাগম চোখে পড়েছে। তবে কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো, গুরু নানকের জন্মদিন উপলক্ষে নভেম্বর মাসে আরও ১৩ দিন ছুটি রয়েছে। ১২ নভেম্বর কালীপুজো।
আরও পড়ুন-নির্বাচনের আগে আমলাদের দিয়ে প্রচারের কৌশল! কেন্দ্রের পদক্ষেপের সমালোচনা জহরের
সেদিন রবিবার পড়ায় এমনিতেই সরকারি ছুটি মার যাওয়ার কথা। কিন্তু রাজ্য সরকার কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। পরের দিন ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি। একই দিনে বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি রয়েছে। তবে দুই ছুটি মিলে যাওয়ায় দুঃখ নেই। ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দিয়েছে নবান্ন। ঘটনাচক্রে, এবার ছটপুজোও রবিবার পড়েছে। ১৯ নভেম্বর। রাজ্যে ছটেরও অতিরিক্ত ছুটি রয়েছে ২০ নভেম্বর, সোমবারে। সেই হিসাবে ১৮ থেকে ২০ নভেম্বর টানা ছুটি মিলবে। মাসের শেষ ছুটির দিন গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বর। সেটাও সোমবার হওয়ায় টানা তিন দিন ছুটির সুযোগ পাবেন অনেকেই।