সংবাদদাতা, হাওড়া : ফের যুব তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের সভাপতি কৈলাশ মিশ্রর উদ্যোগে লিলুয়ায় দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার হল। বালি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গোসালা এলাকায় প্রায় ৪০ বিঘা সরকারি জমি বেহাত হয়ে গিয়েছিল। কিছু অসাধু চক্র ওই জমি বিক্রিও করে দিয়েছিল। সেই জায়গায় একাধিক কংক্রিটের গোডাউনও তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি হাওড়ায় জমি দখল হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়। সরকারি জমি বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি নজরে আসতেই প্রশাসনকে জানান কৈলাশ মিশ্র।
আরও পড়ুন-বিলে কারচুপি, স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নিয়ম রাজ্যের
এরপরই হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়ার নির্দেশে তদন্ত শুরু করে জেলার ভূমি রাজস্ব দফতর। সোমবার দফতরের আধিকারিকরা এলাকায় গিয়ে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে ফিতে নিয়ে মাপজোপ করেন। তাঁরা দেখেন জমিটি সরকারি। কিন্তু তা সত্বেও সেটি বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই সংশ্লিষ্ট জমিটির দখল নেন সরকারি আধিকারিকরা। সরকারের তরফে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। কৈলাশ মিশ্র জানান, ‘এর আগে ৩১ নম্বর ওয়ার্ডের মিরপাড়ায় দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার হয়েছিল। এদিন লিলুয়ার গোসালা এলাকায় সরকারি জমি পুনরুদ্ধার হল। আমরা কোথাও এরকম জমি দখল হয়ে যেতে দেখলে প্রশাসনের সহায়তায় তা দ্রুত উদ্ধার করব। সেইসঙ্গে দখলদারথের বিরুদ্ধে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।’