শীতকালীন অধিবেশনে আজ লোকসভায় (Loksabha ) স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও বিরোধীদের আলোচনা করার কথা রয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রীয় সরকার অপরিকল্পিতভাবে SIR শুরু করেছে। চলতি অধিবেশনের প্রথম থেকেই এর বিরোধিতা করে বারবার আলোচনা করতে চেয়েছিলেন বিরোধী জোটের সদস্যরা। চাপে পড়ে রাজি হয়েছেন স্পিকার। অবশেষে আজ মঙ্গলবার ‘ইলেক্টোরাল রিফর্মেশন’ নিয়ে সংসদে দু পক্ষের মধ্যে আলোচনা হবে। বেলা বারোটায় বক্তব্য রাখবেন রাহুল গান্ধী। তৃণমূলের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), শতাব্দী রায়-রা (Shatabdi Roy) আজ লোকসভায় এই ইস্যু নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্মোধন করে যে অপমান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তার বিরুদ্ধেও আজ তৃণমূল সাংসদরা প্রতিবাদ জানাবেন বলে খবর মিলেছে। পাশাপাশি একটি সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে।
আরও পড়ুন-বিজয়ের জনসভাতে একাধিক শর্ত পুলিশের
বিহার নির্বাচনের পর বাংলার কথা মাথায় রেখে এ রাজ্যে এসআইআর চালু করেছে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশন (ECI)। প্রথম থেকেই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন সংসদের আলোচনাতেও আক্রমণ শানাতে প্রস্তুত বাংলার সাংসদরা। অন্যদিকে এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআর মামলার শুনানি রয়েছে।এর আগে নোটিশ জারি হলেও এই প্রথম বাংলার এসআইআর সমস্যার কথা শোনার কথা শীর্ষ আদালতের। একই সঙ্গে কমিশনের পাল্টা হলফনামাও আজ প্রকাশ্যে আসতে চলেছে। তাই আজ দুপুর থেকেই গোটা দেশের নজর দিল্লির দিকে।

