নয়াদিল্লি : ব্যাঙ্ক বেসরকারীকরণের (banks privatisation) বিষয়ে সিদ্ধান্ত নিতে নতুন করে কমিটি তৈরি করতে চলেছে মোদি সরকার। এজন্য নতুন করে বিভিন্ন ব্যাঙ্কের তালিকাও তৈরি করতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, ব্যাঙ্ক বেসরকারীকরণের জন্য নতুন একটি কমিটি গঠিত হতে চলেছে। ছোট, মাঝারি সব ধরনের ব্যাঙ্কই বেসরকারীকরণ করা সরকারের লক্ষ্য। তবে ব্যাঙ্ক বেসরকারীকরণের (banks privatisation) খবর সামনে আসতেই ফের আতঙ্কে পড়েছেন মানুষ। অনেকেই তাঁদের সঞ্চিত অর্থের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। ব্যাঙ্কগুলির অপরিশোধিত ঋণের অঙ্ক-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে কত শতাংশ বেসরকারীকরণ করা হবে, তা স্থির করবেই কমিটি। কমিটির সদস্য হিসেবে থাকবেন বেসরকারীকরণের জন্য কেন্দ্রীয় সরকারের তৈরি করা সংস্থা ডিপম অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট, আরবিআই ও নীতি আয়োগের আধিকারিকরা। নরেন্দ্র মোদি সরকার আগেই দেশের বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক সংযুক্তিকরণ করেছে। কেন্দ্রের দাবি, ওই ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পত্তির পরিমাণ ক্রমশই বাড়ছিল। ফলে সেগুলি লাভজনক ছিল না। সে কারণেই সংযুক্তিকরণ করা হয়। বেসরকারীকরণের সঙ্গে যুক্ত কর্তাদের দাবি, ব্যাঙ্ক বেসরকারীকরণ মোদি সরকারের কর্মসূচির মধ্যেই রয়েছে।
আরও পড়ুন- মাতৃত্বকালীন ছুটি নয় মাস করা হোক