সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র ফের চালু

আলিপুরদুয়ার জেলার একমাত্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের পথচলা শুরু হল শুক্রবার।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার একমাত্র প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের পথচলা শুরু হল শুক্রবার। এদিন জেলার এক নম্বর ব্লকে তোর্সা নদীর তীরে মনোরম প্রকৃতির মাঝে গড়ে-ওঠা ওই কেন্দ্রের উদ্বোধনে পৌরোহিত্য করলেন সংস্থার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নন্দগোপাল রায়। প্রধান অতিথি ছিলেন রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা ড. ছন্দা রায়। ছিলেন সুনন্দ রায়ও।

আরও পড়ুন-ভুতুড়ে ভোটার ধরতে নিজের ওয়ার্ডে গৌতম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি পরিতোষ বর্মন। ১১ জন শিক্ষক ও ৪০ জন প্রশিক্ষণরত প্রাথমিক শিক্ষক ও নতুন ১০ জন প্রাথমিক শিক্ষককে নিয়ে শুরু হল এই প্রশিক্ষণ কেন্দ্রটি। এটি একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। করোনা মহামারীর আগেই এই কেন্দ্রটি তৈরি হয়ে গিয়েছিল। জনবহুল এলাকার কিছুটা বাইরে থাকায় করোনার সময় এটিকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে বহুদিন। মহামারী চলে গেলে, সেটিকে আবার নতুন করে সাজিয়ে-গুছিয়ে এদিন চালু করা হল। এই প্রসঙ্গে পরিতোষ বর্মন বলেন, জেলায় এই সরকারি প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হয়ে যাওয়ায় জেলার শিক্ষকদের আর অন্য জেলায় গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না।

Latest article