বাংলায় সরকারি পরিচালনায় এই প্রথম অ্যাপ ক্যাব (App cab) পরিষেবা চালু হতে চলেছে। শুধু তাই নয়, দেশে এই প্রথম কোনও রাজ্য সরকার এমন উদ্যোগ নিয়েছে। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলির পরিষেবা নিয়ে অভিযোগ আজ নতুন কিছু নয়। বাড়তি ভাড়া আদায় করার বিভন্ন রকম উপায়, সন্ধ্যা হয়ে গেলে বা সামান্য বৃষ্টিতে তিন থেকে চারগুণ বেশি ভাড়া চেয়ে যাত্রী হেনস্থা ক্রমশ বেড়েই চলেছে। যাত্রী নিরাপত্তা, চালকদের সামাজিক নিরাপত্তা সহ বেশ কিছু নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগও বার বার এসেছে। ‘অন্যায়’ এর সাথে লড়াই করতে সরকার হস্তক্ষেপ করার দাবি অনেকেই জানিয়েছে। এছাড়া, বেসরকারি অ্যাপ–ক্যাবদের দুর্ব্যবহার একপ্রকার উপরি পাওনা।
আরও পড়ুন-১৬ বছর পর রুপোলি পর্দায় মিঠুন দেবশ্রী জুটি, প্রযোজক তৃণমূল কংগ্রেসের তারকা বিধায়ক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এবার কলকাতার বুকে চালু হতে চলেছে এই সরকারি অ্যাপ–ক্যাব পরিষেবা। রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর একটি অ্যাপ তৈরি করেছে। তার মাধ্যমে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব রাজীব কুমারের সঙ্গে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর একটি বৈঠক হয়। মুখ্যসচিব প্রকল্পটি অনুমোদন করেছেন। এই সরকারি অ্যাপ কয়েকটি হলুদ ট্যাক্সিতে ‘ইনস্টল’ করা হয়েছে। শিয়ালদা, হাওড়া, কলকাতা রেল স্টেশন এবং দমদম এয়ারপোর্ট থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সরকারি অ্যাপ ক্যাব।
আরও পড়ুন-সিকিমে দুর্যোগ কাটিয়ে অবশেষে খুলছে স্কুল কলেজ
আগামী পয়লা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। বেসরকারি অ্যাপ ক্যাবে সার্জ–সহ কোনও ভাড়া ১০০ টাকা হলে সরকারি ক্যাবে তা ৬৫ থেকে ৭০ টাকা হবে। হলুদ ট্যাক্সির আসল ভাড়ার উপর ৫ থেকে ১০ শতাংশ অতিরিক্ত মূল্য যোগ করে সরকারি অ্যাপ ক্যাবের ভাড়া নির্ধারণ করা হচ্ছে। পরে নন–এসি হলুদ ট্যাক্সিগুলিতে এসি বসানোর পরিকল্পনা করা হয়েছে তবে এখনই কিছু নয়।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…