কুড়ি হাজার মেট্রিকটন ধান কিনবে সরকার

Must read

নবেন্দু বাড়ৈ, জলপাইগুড়ি : কৃষকদের কথা মাথায় রেখে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। চাষিদের কাছ থেকে সরাসরি ১ লক্ষ ৫৫ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটি গত আর্থিক বর্ষের তুলনায় প্রায় ২০ হাজার মেট্রিক টন বেশি। স্বাভাবিকভাবেই গতবারের তুলনায় বেশিসংখ্যক চাষিও এবার ধান বিক্রি করে উপকৃত হবেন।

জেলাশাসক জানিয়েছেন, গতবারের থেকেও বেশি পরিমাণ ধান খাদ্য দফতরের মাধ্যমে জেলার চাষিদের থেকে ক্রয় করা হবে। পয়লা নভেম্বর থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। জেলায় গতবারের মতো ১৩টি ধান ক্রয় কেন্দ্র ছাড়াও আরও সাতটি নতুন ধান ক্রয় কেন্দ্র এবার চালু থাকবে। তা ছাড়াও এর সঙ্গে যুক্ত থাকছে বেনফেড, ডব্লুবিইসিএসসি, স্বনির্ভর গোষ্ঠীগুলো। ৩৩টি রাইস মিলও এ ক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত থাকবে বলে জানান তিনি। চাষিদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি জেলাশাসকের সঙ্গে জেলা খাদ্য দফতরের শীর্ষ আধিকারিক, জেলাপরিষদের প্রতিনিধি, রাইস মিল অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধিরা বৈঠক করেন। রাজ্যের নির্ধারিত নিয়ম অনুযায়ী জেলায় যাতে কোনও চাষি ধান বিক্রয়ের ক্ষেত্রে সমস্যায় না পড়েন সেদিকেও নজর থাকবে। তার জন্য কেন্দ্রীয়ভাবে হেল্পলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বরও থাকছে। ওই নম্বরগুলিতে চাষিরা তাঁদের সমস্যা বা কোনও অভিযোগ থাকলে জানাতে পারবেন। হেল্পলাইন নম্বর হল : ১৯৬৭, টোল ফ্রি নম্বর ১৮০০৩৪৫৫৫০৫, হোয়াটস অ্যাপ নম্বরটি হল ৯৯০৩০-৫৫৫০৫। প্রসঙ্গত, জেলায় গত আর্থিক বছরে প্রায় ৬ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল।

Latest article