প্রতিবেদন : প্রায় তিনমাস ধরে চলা নির্বাচন পর্বে স্তব্ধ হয়ে রয়েছে রাজ্যের যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি। তাই ভোট মিটতেই পুরোদমে প্রকল্পে গতি সঞ্চার করতে উদ্যোগী হল রাজ্য সরকার। মঙ্গলবার অষ্টাদশ লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকেই উঠে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি। তারপরেই যাতে জোরকদমে সরকারি কাজকর্ম শুরু করা যায় সেজন্য প্রশাসনের তৃণমূল স্তর পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের (Nabanna) তরফে।
সোমবারই সব দফতরের সচিবকে নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সূত্রের খবর, স্বল্প সময়ের ওই বৈঠকে বলে দেওয়া হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে পাশ করানোর মতো বিষয়গুলি (ক্যাবিনেট মেমো) প্রস্তুত করতে হবে দ্রুত। বাকি সব থেমে থাকা কাজ চালু করে ফেলতে হবে সঙ্গে সঙ্গেই। মাসে দু’টি করে মন্ত্রিসভার বৈঠক হয়ে থাকে। আদর্শ আচরণবিধি থাকায় তা এতদিন হয়নি। তাই শুরু করতে বলা হয়েছে মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতিও।
আরও পড়ুন-ঝড়ে লন্ডভন্ড উত্তরের ২ জেলা, পাশে দাঁড়াল প্রশাসন
ইতিমধ্যেই সম্পন্ন হওয়া কাজের গুণমান যাচাইয়ের কাজ শুরু হয়েছে। পূর্তসচিব অন্তরা আচার্যের নেতৃত্বাধীন পর্যবেক্ষক দল বিভাগের শীর্ষ ইঞ্জিনিয়ারদের নিয়ে জেলায় জেলায় পরিদর্শন করছেন। গত ১৬ মার্চ লোকসভা ভোট ঘোষণা হয়েছিল। সেদিন থেকেই কার্যত আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায় রাজ্যে। রীতি এবং নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যে নতুন কোনও সিদ্ধান্ত বা ঘোষণা (আপৎকালীন পরিস্থিতি ছাড়া) করা যায় না। ওয়ার্ক অর্ডার বা কাজের বরাত হয়ে থাকা কাজগুলিই শুধু চলতে পারে। নতুন কাজও চালু করা যায় না। ৮২ দিন ধরে কাজের গতি থমকে রয়েছে। তাই এদিন অবিলম্বে কাজ শুরু করতে বলা হয়েছে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…