কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল আনন্দ বোস

ঘন্টাখানেক কাটিয়ে তারপর ফিরে যান রাজ্যপাল। এর আগে সোমবার সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Must read

প্রতিবেদন : একই দিনে দু’দুবার নজিরবিহীন ভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যপাল আচার্য সি ভি আনন্দ বোস। সোমবার সকালে একবার বিশ্ববিদ্যালয় ঘুরে যাওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে দুপুরে ফের তিনি ক্যাম্পাসে আসেন। ঘন্টাখানেক কাটিয়ে তারপর ফিরে যান রাজ্যপাল। এর আগে সোমবার সকালেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনে ঢোকার আগে হঠাৎই সিদ্ধান্ত বদল করে চলে যান কলকাতা বিশ্ববিদ্যালয়েক কলেজ স্ট্রিট ক্যাম্পাসে।

আরও পড়ুন-রাজ্যে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা, ১০ লাখ মানুষ ৯৯৬৬ শিবিরে

বিশ্ববিদ্যালয় চত্বরে হঠাৎই দেখা যায় রাজ্যপালের গাড়ি। গাড়ি সোজা ঢুকে যায় ক্যাম্পাসে। কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। দুপুরে আরও একবার বিশ্ববিদ্যালয়ে আসার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। সেই মতোই প্রস্তুতি শুরু করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত কাঠামো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক ছিল উপাচার্যের। পদাধিকারবলে রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। দ্বিতীয়বার এসে তিনি উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। কথা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও। এদিন সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় একটি ছাত্র সংগঠনের সদস্যরা তাঁর গাড়ির সমানে বিক্ষোভ দেখান। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি তোলেন তাঁরা

Latest article