বাংলার প্রশংসা রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Bengal- CV Ananda Bose) মুখে। রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ভাষণে এ রাজ্যের ভূয়সী প্রশংসা করলেন তিনি। বৃহস্পতিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ১৫০ বছরের অনুষ্ঠানে যোগ দিয়ে সিভি আনন্দ বোস জানালেন, বাংলা দেশকে পথ দেখাবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল (Bengal- CV Ananda Bose) বলেন, “বিশ্বকে পথ দেখাবে এই দেশ। আর দেশকে পথ দেখাবে বাংলা। এই রাজ্যের ইতিহাস অত্যন্ত গৌরবময়। বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে তরুন প্রজন্মের উপরেই।” একইসঙ্গে তিনি বলেন, তরুণ প্রজন্মের হাত ধরে বাংলা আরও উন্নতি ও গৌরবের শিখরে পৌঁছে যাবে। করোনাকালে স্বাস্থ্যকর্মীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন: বিরোধী দলনেতাকে বিপদে ফেলে অধ্যক্ষের প্রশংসায় মনোজ টিগ্গা
আজকের রাজ্যপালের ভাষণে উঠে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের ইতিহাসও। তিনি জানান, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল শুধু একটি মেডিক্যাল কলেজই নয়, বরং এই প্রতিষ্ঠান জাতীয় সম্পত্তি। এই মেডিক্যাল কলেজেই প্রথম উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর কালাজ্বরের ওষুধ আবিষ্কার থেকে সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে নবজাতক দুর্গার জন্মের ইতিহাস সমৃদ্ধ প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান রাজ্যপাল।