প্রতিবেদন : উপাচার্যকে নিয়োগে সুপ্রিম রায়ে (Supreme court) ধাক্কার পরেই ক্রমশ রাজ্যপালের (Governor) মতো আচরণ করছেন সি ভি আনন্দ বোস। যথেচ্ছাচার চালানোর পর প্রথমে উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি আর শুক্রবার ফিরিয়ে দেওয়া বন্দিমুক্তি ফাইলে সই করলেন রাজ্যপাল। ফলে পুজোর আগেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭১ বন্দি মুক্ত হচ্ছেন।
আরও পড়ুন-পুজোর আগে ডায়মন্ড হারবারে টানা কর্মসূচি অভিষেকের
রাজ্যের তরফে অনুমোদন চেয়ে রাজ্যপালের কাছে চিঠি গিয়েছিল স্বাধীনতা দিবসের আগেই। কিন্তু তিনি তখন তা ফেরত পাঠিয়েছিলেন। রাজ্য ফের পাঠালে, রাজভবন সূত্রে খবর, শুক্রবারই তিনি সেই ফাইলে স্বাক্ষর করে অনুমতি দিয়েছেন। ৭১ জন ভারতীয় ছাড়াও ১৬ জন ভিন দেশের নাগরিকও এই তালিকায় রয়েছে।