ট্যাক্সেশন ট্রাইবুনালেও থাকবেন না রাজ্যপাল

যদিও রাজ্যের আইন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দুজনেই বিরোধী দলনেতার আপত্তি খারিজ করে দেন।

Must read

প্রতিবেদন : অর্থ দফতরের নিয়ন্ত্রণে থাকা ট্যাক্সেশন ট্রাইবুনালের দুই শীর্ষপদ চেয়ারম্যান ও বিচার বিভাগীয় নিয়োগের দায়িত্ব থেকে রাজ্যপালকে সরিয়ে রাজ্য সরকারকে ক্ষমতা দিতে সংশ্লিষ্ট আইনের এক সংশোধনী সোমবার রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। ফলে আগামী দিনে এই দায়িত্ব পালনের অধিকার হাতে পাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্য সরকার। বিল নিয়ে আলোচনার শুরুতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন এই বিলের অনেক বিষয় বর্তমানে বিচারাধীন তাই এটি নিয়ে সভায় আলোচনা হওয়া উচিত নয়।

আরও পড়ুন-আরও নতুন ৪৫ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড

যদিও রাজ্যের আইন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দুজনেই বিরোধী দলনেতার আপত্তি খারিজ করে দেন। তখন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতার নেতৃত্বে বিজেপি সদস্য কক্ষ ত্যাগ করে বিধানসভার কার্যবিবরণীর নির্দিষ্ট ধারা উল্লেখ করে অধ্যক্ষ বলেন আইন প্রণয়নের ক্ষেত্রে আইনসভাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। সে ব্যাপারে আইনসভা বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নয়। আইনমন্ত্রীও জানান আলোচ্য বিলের সঙ্গে আদালতে দায়ের হওয়া মামলার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা করে এই পদে প্রাক্তন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যপাল ওই নিয়োগ প্রক্রিয়াকে অযথা বিলম্বিত করছেন। ফলে সাধারণ বিচারপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।

Latest article