প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস-সহ রাজনৈতিক মহলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ, তিনি আসলে বিজেপির এজেন্ট। দিল্লি বিজেপির কথায় ওঠেন-বসেন। এতদিন যা ছিল শুধুই মৌখিক অভিযোগ, সেই অভিযোগই রাজ্যপাল নিজেই প্রমাণ করলেন। রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রামায়ণ যাত্রার উদ্বোধন করেছিলেন রাজ্যপাল।
আরও পড়ুন-ভোট নিয়ে কাজ করেনি বিজেপি, উন্নয়ন করেছে তৃণমূল
অনুষ্ঠানে রাজ্যপালকে বিজেপির প্রতীক চিহ্ন-সহ উত্তরীয় পরানো হয়। প্রশ্ন হচ্ছে সাংবিধানিক পদে থেকেও বোস একটি দলের প্রতীক চিহ্নের উত্তরীয় পরতে পারেন? সংবিধান তাঁকে এই অনুমতি দেয়? নিশ্চিত দেয় না। তা সত্ত্বেও রাজ্যপাল বিজেপির প্রতীক চিহ্নের উত্তরীয় পরে প্রমাণ করেছেন তিনি বিজেপিরই এজেন্ট। তৃণমূল সাংসদ সাকেত গোখেল ও সাগরিকা ঘোষ ট্যুইট করে বলেছেন, ছবিই কথা বলছে। প্রমাণ করছে বিজেপির কার্যকর্তারাই রয়েছেন সাংবিধানিক পদে। এটা সাংবিধানিক লজ্জা।