অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার মাত্রা- সবই স্বাভাবিক। ২৩ দিন পর বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।
আরও পড়ুন-যোগীরাজ্যে চলন্ত বাসে আগুন, ঝলসে মৃত্যু দুই শিশু-সহ পাঁচ
রাজভবনে ফিরে রাজ্যপালকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসকেরা। মুর্শিদাবাদ সফর সেরে ফেরার পর গত ২১ এপ্রিল থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বোস। মিনিমালি ইনভেসিভ করোনারি বাইপাস সার্জারি হয় তাঁর। মেদিনীপুর সফরের আগে হাসপাতালে তাঁকে দেখতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন তা দেখার ভার দেন মুখ্যসচিব মনোজ পন্থকে।