প্রতিবেদন : রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে চরম সঙ্ঘাতের মধ্যেই কলামণ্ডলম বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে সরিয়ে দিল কেরলের পিনারাই বিজয়ন সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ প্রশাসন বলেছে, নিজের পদকে ব্যবহার করে রাজ্যপাল যাতে নোংরা রাজনীতি করতে না পারেন তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-যোগীরাজ্যের উন্নাওতে ফের দলিত ছাত্রীকে ধর্ষণ করে খুন
তবে বাম সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে রাজভবনের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পশ্চিমবঙ্গের মতো কেরলেও গত কয়েক মাস ধরে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল আরিফ মহম্মদের বিবাদ চলছে। বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় যেমন বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে অপদস্থ করার চেষ্টা করতেন, কেরলেও ঠিক সেই একই কাজ করছিলেন রাজ্যপাল আরিফ। এরপর বাম সরকার আরিফকে মোদি সরকারের এজেন্ট আখ্যা দিয়ে তাঁকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে সরাতে উদ্যোগী হয়েছে। কলামণ্ডলমেরটি তারই প্রথম ধাপ৷