সংবাদদাতা, ঝাড়গ্রাম : আচার্য পদে থাকবেন মুখ্যমন্ত্রী। এজন্য আমি চাইছি বিলটা খতিয়ে দেখুন রাজ্যপাল। স্বাক্ষর করুন। সরকারের কাছে পাঠিয়ে দিন। শুক্রবার ফের আচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সম্পর্কে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে এসেছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আইনি ব্যাপার বলে কিছু বলতে চাননি।
আরও পড়ুন-বাস-মিনির ভাড়া বাড়বে না
এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিটা ভাষা, প্রতিটা জাতিসত্তাকে মর্যাদা দিতে বদ্ধপরিকর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রামের জিতুশোলে সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে এসে একথা বলে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিন উচ্চশিক্ষা মন্ত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি শহিদ মাতঙ্গিনী ছাত্রী আবাসের উদ্বোধন করেন। সেন্টার ফর আদিবাসী স্টাডিজ ও মিউজিয়ামের এবং একটি ছাত্রাবাসের উদ্বোধন করেন।
আরও পড়ুন-স্টয়নিস-ঝড়ে বড় জয় লখনউয়ের
জেলার কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা এবং শিক্ষক ও অশিক্ষক সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চশিক্ষা মন্ত্রী বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে গিয়ে জানান, মুখ্যমন্ত্রীর এটা স্বপ্নের প্রকল্প। খুব ভাল কাজ হচ্ছে। দু’বছরের মধ্যে যে কাজটা হয়েছে অকল্পনীয়। এখন পরিকাঠামো তৈরির কাজ চলছে। পরিকাঠামোর কাজ শেষ করার পাশাপাশি অ্যাকাডেমিক কাজ হচ্ছে। উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বনিযুক্তি স্বনির্ভর গোষ্ঠীর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অমিয় পান্ডা।