রাজ্যপালকে তীব্র কটাক্ষ

শুক্রবার বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপনের সময় বিজেপিকে বিঁধে এই মন্তব্য করেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : রাজ্যপাল কারও ব্যক্তিগত নয়, তিনি সকলের। ব্যক্তিগত ভাবে রাজ্যপালকে ব্যবহার করছে, এটা তাদের বোঝা উচিত। শুক্রবার বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপনের সময় বিজেপিকে বিঁধে এই মন্তব্য করেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমাদের সরকার কখনওই চায় না শিক্ষায় রাজনীতিকরণ হোক।

আরও পড়ুন-বিচারবিভাগীয় সদস্য নিয়োগ থেকেও সরছেন রাজ্যপাল

কথায় কথায় রাজভবনে যাওয়াটা বিজেপির অভ্যেসে পরিণত হয়েছে। রাজ্যপাল অন্য কাউকে সময় না দিতে পারলেও বিজেপি নেতাদের জন্য রাজভবন কার্যত বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। বিধানসভার কার্যবিবরণী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সিদ্ধান্তের পরিপন্থী হয়ে উঠেছেন রাজ্যপাল। ছলছুঁতোয় সরকারি অফিসারদের লিখে পাঠাচ্ছেন। বিলে সই করছেন না, বিল আটকে থাকছে। বিজেপি কিছু বললেই তা নিয়েদৃষ্টিকটুভাবে সক্রিয় হয়ে উঠেছেন রাজ্যপাল।

Latest article