সরস্বতীপুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়

বাগদেবীর আরাধনার দিন বাংলার ঘরে ঘরে হাতেখড়ি দেওয়ার রীতি বহু প্রাচীন।

Must read

এবার সরস্বতীপুজোয় ঘটবে এক অভিনব হাতেখড়ি। সাক্ষী থাকবে গোটা বাংলা। রাজ্যের রাজ্যপাল ‘অ-আ-ক-খ’ লিখবেন ২৬ জানুয়ারি। বুধবার, রাজভবনের তরফে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি বিকেল ৫টায় রাজভবনের ‘ইস্ট লন’-এ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলার হাতেখড়ি হবে (Cv Ananda Bose)। সেই অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

আরও পড়ুন-দিঘায় সি-ফুড ফেস্টিভ্যালে নানান মাছ

তাঁর নামের সঙ্গেই জড়িয়ে আছে বাংলার পদবি। রাজ্যপাল জানিয়েছিলেন, বাবা সুভাষচন্দ্র বসুর ভক্ত ছিলেন বলেই তাঁর নামের সঙ্গে ‘বোস’ জুড়েছে। রাজ্যপাল পদের দায়িত্ব পাওয়ার পরেই আনন্দ বোস বলেছিলেন, প্রতিদিন একটি করে নতুন বাংলা শব্দ শিখবেন। তারপর বাংলাতেই রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এবার সেই রাজ্যপালের বাংলা ভাষায় হাতেখড়ি হতে চলেছে।

আরও পড়ুন-ফরাক্কায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিশাল সমাবেশ

তবে শুধু অক্ষর জ্ঞানেই থেমে থাকতে রাজি নন সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, বাংলা ভাষায় বই লিখতে চান। রবীন্দ্র অনুরাগী রাজ্যপাল ‘কাবুলিওয়ালা’ পড়েছেন। মিনির চরিত্র তাঁর মনে দাগ কেটেছিল বলে জানিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বাংলার অনেক সাহিত্যের অনুবাদ পড়ছেন তিনি। তবে এবার বাংলা শিখে বাংলা ভাষায় সাহিত্য পড়ার এবং নিজের বই লেখার ইচ্ছে আনন্দ বোসের।

বাগদেবীর আরাধনার দিন বাংলার ঘরে ঘরে হাতেখড়ি দেওয়ার রীতি বহু প্রাচীন। তবে, এর আগে রাজ্যে এমন হাই প্রোফাইল হাতে ঘড়ি দেখা যায়নি বলেই মত সকলের।

Latest article