প্রতিবেদন : রাজ্যপালের লেখা ব্যক্তিগত বই প্রকাশ হচ্ছে রাজভবন থেকে। এর বৈধতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজভবন পাবলিকেশন নামে আদৌ কোনও প্রকাশনা আছে কি না, থাকলে তার মালিক কে, তাঁর কোনও ট্রেড লাইসেন্স আছে কি না তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে তৃণমূল কংগ্রেস। এই দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে রাজভবনে চিঠি দিয়ে এলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যপাল আপাতত দার্জিলিংয়ে। তাঁর সচিবের হাতে এই অভিযোগপত্র জমা দেন কুণাল।
আরও পড়ুন-প্রচারে এসেও চিকিৎসক বিধায়ক দেখলেন রোগী
রাজভবন থেকে বেরিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, রাজ্যপালকে আমরা সম্মান করি। তিনি তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে ১০০টি বই লিখতে পারেন। কিন্তু ব্যক্তিস্বার্থে রাজভবন পাবলিকেশন বলে বই ছাপানো সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি আরও মারাত্মক অভিযোগ তুলে কুণাল বলেন, বইটির কোনও দাম লেখা নেই। অথচ এই বইয়ের আগের সংস্করণটি অ্যামাজনে ২৩০০ টাকায় বিক্রি হচ্ছে। রাজভবন থেকে প্রকাশিত হওয়া বইটিও আগামিদিনে অ্যামাজনে বিক্রি হতে পারে। ফলে রাজভবনের ফান্ড রাজ্যপালের ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের আশঙ্কা থেকেই যাচ্ছে। তিনি অশোকস্তম্ভ ও রাজভবন পাবলিকেশন বইটি থেকে সরানোর দাবি তোলেন।