প্রতিবেদন: ভোটাভুটিতে বিজেপি সদস্য ক্ষমতাচ্যুত হতেই চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদে (সিএডিসি) রাজ্যপালের (governor) শাসন জারি করলেন মিজোরামের রাজ্যপাল এবং মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী ভিকে সিং। কয়েকদিন আগেই রাজ্যের ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) কাউন্সিল থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যকে ক্ষমতাচ্যুত করা হয়। মিজোরামে গত ১৬ জুন, চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান লাক্কান চাকমার ডাকা বিশেষ অধিবেশনে রাজ্যের ক্ষমতাসীন জেডপিএম বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।
আরও পড়ুন-ব্যর্থ কেন্দ্রের দৌত্য? ইয়েমেনে ১৬ জুলাই ফাঁসি নিমিশার
বিজেপির প্রধান নির্বাহী সদস্য মলিনকুমার চাকমাকে জেডপিএম সদস্যরা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন। ১৬ জুনের ভোটে অংশ নেওয়া ১৭ জন নির্বাচিত সদস্যের মধ্যে ১৫ জন ছিলেন বিজেপির বিদ্রোহী, যাঁরা দলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং মাত্র একটি ভোট বিজেপির পক্ষে পড়েছিল। একমাত্র মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন। এই ভোটাভুটির ফলে বিজেপির কাছ থেকে জেডপিএম-এর কাছে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত হয়। লাক্কান চাকমা, যিনি বিজেপি থেকে জেডপিএমে এসেছিলেন, নতুন পরিষদ গঠনের দাবি জানান। আশ্চর্যজনকভাবে বিজেপির বিরুদ্ধে প্রস্তাব সফলভাবে পাশ হওয়ার মাত্র তিন সপ্তাহ পর রাজ্যপাল সিং তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন এবং পরিবর্তে আগামী ছয় মাসের জন্য কাউন্সিলে রাজ্যপালের শাসন জারি করেছেন, যা রাজ্য বিধানসভার অনুমোদন সাপেক্ষে। অভিযোগ, বিজেপি সদস্য ভোটে হারতেই মিজোরামের রাজ্যপাল সিং ক্ষমতার অপব্যবহার করে ঘুরপথে কাউন্সিলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।