জাতীয়

প্রতিবাদের জের, গোয়া মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন গোবিন্দ গাউড়ে

গোয়ায় (Goa) প্রকাশ্যে খোদ মুখ্যমন্ত্রীর প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক মনোভাব। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বুধবার রাজ্যের শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং গ্রামীণ উন্নয়ন সংস্থা মন্ত্রী গোবিন্দ গাউড়েকে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত করেছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন আদিবাসী কল্যাণ বিভাগে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন গোবিন্দ। এরপরেই রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাই মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনে নিয়ে রাজ্যের মন্ত্রিসভা থেকে এই মন্ত্রীকে বাদ দেন, যার ফলে তিনি তাৎক্ষণিকভাবে মন্ত্রী পরিষদের সদস্যপদ ত্যাগ করেন। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নেতৃত্বের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌড়েকে রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-১০ নম্বর জাতীয় সড়কে ধসের ফলে হেলিকপ্টার পরিষেবা বন্ধ সিকিমে

বিজেপি গোয়া ইউনিটের সভাপতি দামোদর নায়েক নিশ্চিত করেছেন যে গাউড়েকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। তবে নায়েক মন্ত্রীকে বরখাস্ত করার কারণ উল্লেখ করেননি। তিনি জানান “এটি রাজ্য সরকারের সিদ্ধান্ত।” দলীয় সূত্রে খবর, গত মাসের ঘটনার পরেই মুখ্যমন্ত্রী গাউড়েকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রাজ্য নেতৃত্ব দিল্লির কেন্দ্রীয় দলীয় নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় ছিলেন। ২৬শে মে রাজ্যস্তরের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে, ক্রীড়া ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে থাকা গাউড়ে রাজ্যের আদিবাসী কল্যাণ বিভাগকে ‘অদক্ষ’ বলে নিশানা করেন এবং দাবি করেছিলেন যে এই বিভাগের কর্মকর্তারা ফাইল স্বাক্ষর করার জন্য ঘুষ নিচ্ছেন।

আরও পড়ুন-গার্ডেনরিচ ফ্লাইওভারে উঠে মরণঝাঁপ যুবকের

গাউড়ে এদিন নিজে বক্তব্যে বলেন, “করদাতাদের বিপুল পরিমাণ অর্থ উপজাতি কল্যাণ বিভাগকে বরাদ্দ করা হয়। যদি তারা এই কর্মসূচিটি দক্ষতার সাথে পালন করতে না পারে, তাহলে এটি প্রশাসনের ব্যর্থতা। তিনি জানান যে তিনি মনে করেন প্রশাসন আজ দুর্বল হয়ে পড়েছে। ঠিকাদারদের ফাইলগুলি শ্রম শক্তি ভবন (একটি সরকারি ব্লক) পরিচালনা করে। তাদের কাছ থেকে কিছু নেওয়া হয়, এবং তারপর তাদের ফাইল জমা দিতে বলা হয়।”

আরও পড়ুন-মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বহু প্রতীক্ষিত প্রকল্পে বড় ধাক্কা, মারা গেল কর্নাটক থেকে আনা কিং কোবরা

তাঁর এই মন্তব্যের পরেই প্রতিহিংসার রাজনীতি শুরু করে বিজেপি নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। প্রসঙ্গত, মন্ত্রিসভায় উপজাতি মুখ ছিলেন গাউড়ে। ২০১৭ সালে বিজেপির সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে প্রথমবারের মতো গোয়া বিধানসভায় নির্বাচিত হন এবং মনোহর পারিকরের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্থান পান। ২০২২ সালের নির্বাচনের আগে গাউড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন এবং প্রিওল বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যুৎমন্ত্রী রামকৃষ্ণ সুদিন ধাবলিকরের ছোট ভাই মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সভাপতি দীপক ধাবলিকরকে তিনি পরাজিত করেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago