বুধবার ভোররাতে হঠাৎ নিজের বাড়িতেই অজ্ঞান হয়ে যান বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। দ্রুত তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অভিনেতার চিকিৎসা চলছে। আপাতত গোবিন্দার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী ললিত বিন্দাল। মঙ্গলবারই ধর্মেন্দ্রকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর ২৪ ঘণ্টার মধ্যে নিজেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।
আরও পড়ুন-বাড়ছে মৃত্যু, জঙ্গিযোগ স্পষ্ট
সূত্রের খবর, ললিত বিন্দাল জানিয়েছেন মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্বস্তি হচ্ছিল, তারপরেই জ্ঞান হারান। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয় এবং বেশ কিছু টেস্ট করেছেন চিকিৎসকরা। আপাতত রিপোর্টের অপেক্ষা চলছে বলে পরিবার সূত্রে খবর।
আরও পড়ুন-বিজেপিকে সুবিধা করে দিতে BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে নিশানা তৃণমূল কংগ্রেসের
ধর্মেন্দ্রকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল গিয়েছিলেন তিনি কিন্তু সেখান থেকে বেরনোর পরে তিনি গম্ভীর হয়ে ছিলেন। তারপরে নিজেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দা। ২০২৪-এর ১ অক্টোবর কলকাতায় আসার জন্য প্রস্তুত হওয়ার সময় হঠাৎ নিজের রিভলভার থেকে দুর্ঘটনাবশতঃ গুলি ছিটকে তাঁর হাঁটুতে লাগে। সেই সময়ে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা।

