কমল ইপিএফ সুদ

Must read

মড়ার উপর খাঁড়ার ঘা! একেই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি আর জ্বালানির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। তার উপর মোদির সরকার কমিয়ে দিল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। শুক্রবার আচমকাই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও-র সুদের (EPF Interest) হার কমিয়ে করা হল ৮.১ শতাংশ। যার অর্থ, অগুনতি চাকরিজীবীর সঞ্চয়ে বড়সড় কোপ পড়ল। এতদিন প্রভিডেন্ট ফান্ডের টাকায় সুদ মিলত ৮.৫ শতাংশ। ৪৩ বছরে এটিই প্রভিডেন্ট ফান্ডে সর্বনিম্ন সুদের হার। অর্থনীতিবিদদের মতে, নির্লজ্জতার নয়া নজির গড়ছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government)। মার্চ মাসেই অবশ্য এই আভাস মিলেছিল। ইপিএফও ট্রাস্টি বোর্ড সুদের (EPF Interest Rate) হার কমানোর সুপারিশ করেছিল কেন্দ্রের কাছে। তাদের সেই আবেদনেই এদিন সিলমোহর দিল অর্থমন্ত্রক। পরে বিজ্ঞপ্তি জারি করে শ্রমমন্ত্রকও। স্বভাবতই জনবিরোধী এই নীতির বিরুদ্ধে সরব সব পক্ষই। প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেসও।

আরও পড়ুন: কংগ্রেসের দুর্দশা বোঝালেন পৃথ্বীরাজ

Latest article