সংবাদদাতা, সিউড়ি : দেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পে সরকারি খাস জমি পিটিসিএলকে লিজ হস্তান্তর করল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। এই জমি থেকেই আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে কয়লাখনি প্রকল্পের প্রাথমিক খননকাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি প্রশাসনিক বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে এই কয়লাখনি প্রকল্পের কাজ শুরু হওয়ার আশা দিয়েছিলেন। তৎপরতার সঙ্গে প্রাথমিক খননকারদের জন্য এই সরকারি জমি পিডিসিএলের হাতে সরকারিভাবে তুলে দেওয়া হল। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজারের দেউচা পাঁচামি ও দেওয়ানগঞ্জ হরিণশিঙায় প্রস্তাবিত কয়লাখনি এলাকার ৮৭.৬২ একর সরকারি খাস জমি ৯৯ বছরের লিজ হিসেবে পিডিসিএলের হাতে হস্তান্তর করা হল। এর জন্য পৃথকভাবে দলিল রেজিস্ট্রির মাধ্যমে এই হস্তান্তর কর্মসূচি সম্পূর্ণ হয়। কল ব্লক এলাকার চাঁদা, দেওয়ানগঞ্জ ও নিশ্চিন্তপুর মৌজায় মোট ১৪টি প্লটের এই ৮৭.৬২ একর সরকারি খাস জমি লিজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ট্যাব-কাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড
জানা গিয়েছে, এই জমির অংশ থেকেই কয়লাখনি প্রকল্পের প্রাথমিক খননকাজ শুরু হবে। যদিও কয়লা প্রকল্পের আগে এই এলাকায় একটি ব্যাসল্ট খনি করা হবে। কারণ এই অংশে মাটির নিচে প্রথমে বিপুল পরিমাণ ব্যাসল্ট থাকার কারণে সেই ব্যাসল্ট প্রথমে তোলা হবে। সেক্ষেত্রেও আর্থিকভাবে লাভবান হবে রাজ্য সরকার। পাশাপাশি একই জায়গায় আন্ডারগ্রাউন্ড কয়লাখনির কাজ শুরুর সম্ভাবনাও রয়েছে। বুধবার এই সরকারি খাস জমি হস্তান্তরের মাধ্যমে খনি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বীরভূম জেলা প্রশাসন। এর ফলে ফেব্রুয়ারি মাসেই খনি প্রকল্পের কাজ শুরুর যে আশ্বাস শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তা বাস্তবায়িত করার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল জেলা প্রশাসন। প্রশাসনের এই ভূমিকায় খুশির হাওয়া গোটা বীরভূমে। জমি হস্তান্তর প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, আজ দেউচা খনি প্রকল্পে ৮৭.৬২ একর সরকারি খাস জমি লিজ হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই জমি ৯৯ বছরের লিজে ভূমি সংস্কার দফতর অর্থাৎ প্রশাসন পিডিসিএলকে নথির মাধ্যমে হস্তান্তর করার ফলে আমরা এই খনি প্রকল্পে আরও এক ধাপ এগিয়ে গেলাম।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…