যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো পথেই পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর থেকে ক্রমাগত ভারতীয় নাগরিক হত্যার খেলায় মেতেছে পাকিস্তান। এবার সেই হামলার শিকার কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা (Rajkumar Thapa)। ক্রমাগত বোমাবর্ষণের জেরে গুঁড়িয়ে যায় তার বাড়ি। মৃত্যু হয় আধিকারিকের। এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
শনিবার সকাল থেকে পাক মিসাইল হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের একাধিক এলাকা। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, ক্রমাগত নাগরিকদের উপর হামলা চালানোর কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সকালে রাজৌরিতে সেভাবেই হামলা চালানো হয়। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সেখানে অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজ কুমার থাপার মৃত্যু হয়েছে। আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তান ওই এলাকায় সারারাত শেলিং চালিয়েছে।
আরও পড়ুন- কেন্দ্রের নির্দেশে বন্ধ ৮ হাজারের বেশি ‘এক্স’ অ্যাকাউন্ট
রাজ্যের আধিকারিকের মৃত্যুতে গভীর শোক ও হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় সকালেই আধিকারিকের মৃত্যুর কথা জানান। শুক্রবার উপমুখ্যমন্ত্রীকে এলাকা পরিদর্শনে সাহায্য করেছিলেন রাজৌরির আধিকারিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভিডিও কনফারেন্সেও যোগ দেন জানান খোদ মুখ্যমন্ত্রী। সেই আধিকারিক শনিবারের হামলায় নিহত হন। এরপরে শোক প্রকাশের কোনও ভাষা নেই বলেই জানান ওমর।