৩১ মার্চের মধ্যে জিপিএস সিস্টেম চালু রাজ্য পরিবহণে

ইতিমধ্যে বছর দুয়েকের মধ্যে স্পিডলিমিট মেশিন লাগানো হয়। মেশিনের দাম ১৫ হাজার। এতে যাত্রী থেকে মালিক, সবার সুবিধা হচ্ছে।

Must read

সংবাদদাতা, বীরভূম : যে কোনও ধরনের দুর্ঘটনায় যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পৌঁছে দিতে গোটা রাজ্যে জিপিএস সিস্টেম চালু করছে পরিবহণ দফতর। তার সুফল মিলবে রাজ্যের সঙ্গে বীরভূমেও। রাজ্যে প্রাইভেট বাসমালিক সমন্বয় সমিতি ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি সুনীলকুমার ঘোষ বলেন, মঙ্গলবার রাজ্য পরিবহণ দফতরের কসবায় বীরভূম, হুগলি, উত্তরবঙ্গ, ২৪ পরগনা, ডায়মন্ড হারবার সহ অন্য জেলার বাসমালিক সমিতির কর্মকর্তা, পরিবহণ আধিকারিক, উপ-আধিকারিক, এআরটিও অফিসার, ভিএলসি (ভিডিও ল্যান ক্লায়েন্ট) জিপিএস সিস্টেমের ১০-১২ কোম্পানি, রাজ্যের লরি অ্যাসোসিয়েশনের নেতা সজল ঘোষ, বাস ইউনিয়নের নেতা রাহুল চট্টোপাধ্যায়, ওলার নেতৃত্ব ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়, ট্যাক্সি ইউনিয়নের নেতৃত্বের উপস্থিতিতে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন-পাঠক টানতে শিলিগুড়ি বইমেলায় শরিক রাজ্য

সুনীল বলেন, সরকার চাইছে ৩১ মার্চের মধ্যে সমস্ত পরিবহণে ভিএলসি জিপিএস সিস্টেম ব্যবহার করতে। সমস্ত সংগঠনের নেতৃত্ব, পরিবহণ দফতরের আধিকারিক এবং রাজ্যের সমস্ত রকম পরিবহণ পরিষেবার নেতৃত্বদের আলোচনায় ভিএলসি জিপিএস সিস্টেমের ১২-১৩ কোম্পানির লোকজনকে ডাকা হয়। ইতিমধ্যে বছর দুয়েকের মধ্যে স্পিডলিমিট মেশিন লাগানো হয়। মেশিনের দাম ১৫ হাজার। এতে যাত্রী থেকে মালিক, সবার সুবিধা হচ্ছে।

Latest article