স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি

Must read

প্রতিবেদন : সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল স্নাতকস্তরে অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল (Graduation merit list)। শুক্রবার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এদিন এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে ছিল ফল প্রকাশের বিষয়টি তবে ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্য বড় জয় পেতেই প্রকাশিত হল একের পর এক ফল। ত্বরান্বিত হল ভর্তি প্রক্রিয়া। এদিন শিক্ষামন্ত্রী জানান, স্নাতকস্তরে (Graduation merit list) কেন্দ্রীয় অনলাইন ভর্তির পোর্টালে আজ প্রথম মেধা তালিকা প্রকাশিত হল। আইনি জটিলতায় মেধা তালিকা প্রকাশ আটকে থাকায় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মতো আমরাও গভীরভাবে উদ্বিগ্ন ছিলাম। মোট ৩,০৯,৬৬৭ জন বৈধ আবেদনকারীকে ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬০টি কলেজের ৭,২৩২টি বিষয়ের ৪,০২,৫৫৭টি আসনে প্রাথমিক তালিকায় নির্বাচন করা হয়েছে তাঁদের পছন্দের বিষয়ের ভিত্তিতে। শুক্রবার থেকেই কলেজগুলিতে অনলাইনে ভর্তি চালু হয়ে গিয়েছে। প্রথম দফার ভর্তি-প্রক্রিয়া ২৫ অগাস্ট অবধি চলবে। শিক্ষামন্ত্রী পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্নাতকস্তরে নতুন পথ চলা শুরুর সন্ধিক্ষণে সকল ছাত্রছাত্রীকে আভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। স্বামীজিকে স্মরণ করে পথ চলা শুরু হোক তোমাদের।

আরও পড়ুন- রেল নস্টালজিয়ায় মুখ্যমন্ত্রী: মেট্রো করিডরের পরিকল্পনা-অনুমোদন ইন্ট্রা-সিটি মেট্রো গ্রিড তৈরি আমার সময়েই

Latest article