প্রতিবেদন : উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের প্রথম পর্যায়ে আবেদন করার শেষ দিন ছিল ৩০ জুলাই। প্রথম পর্যায়ের মেধাতালিকা (Graduation merit list) প্রকাশ করা হবে ৭ অগাস্ট। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে পয়লা অগাস্ট পর্যন্ত স্নাতক স্তরের অনলাইন পোর্টালে নিজেদের জাতিগত শংসাপত্র আপলোড করতে পারবে পড়ুয়ারা। একই সঙ্গে এই দু’দিন তাদের আরও বাড়তি সময় মিলবে নিজের পছন্দমতো বিষয় পরিবর্তন করার। এই বিষয়ে ছাত্রছাত্রীদের কোনও অসুবিধা হলে তাঁরা ‘চ্যাটবট’ বীণা এবং উচ্চশিক্ষা দফতরের দেওয়া কল সেন্টারের মাধ্যমে সাহায্য নিতে পারবে বলেও জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী জানান, বুধবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত ৩,৫৯,১১৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছে। আবেদন জমা পড়েছে ২০,৬৯,৭৬০টি। মোট রেজিস্টার্ড ছাত্রছাত্রীদের মধ্যে ভিন রাজ্যের বাসিন্দা রয়েছেন ৪,৩১১ জন। চ্যাটবট বীণা উত্তর দিয়েছে, ৫২,৫২৫টি প্রশ্নের।
আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রী পুজো-বৈঠকে