তান্ত্রিকের বিধানে নাতির ধড় ও মুন্ডু আলাদা করল দাদু!

যোগীরাজ্যে হাড় হিম করা নৃশংসতা।

Must read

প্রতিবেদন: যোগীরাজ্যে হাড় হিম করা নৃশংসতা। এক তান্ত্রিকের পাল্লায় পড়ে ১৭ বছরের নাতিকে মধ্যযুগীয় কায়দায় খুন করল দাদু। ধড় থেকে আলাদা করে দিল মুন্ডু। দেহ টুকরো টুকরো করে শাড়িতে মুড়ে স্কুটারে করে এনে ফেলে দিল গ্রামের নর্দমায়। ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। এলাকার মানুষের অভিযোগ, এই খুন আসলে তান্ত্রিকের কুপরামর্শে নরবলি। একাদশ শ্রেণির ছাত্র পীযূষকে খুনের কথা স্বীকার করেছে দাদু শরণ সিং। দেরিতে হলেও গ্রেফতার করা হয়েছে তাকে। এই ভয়াবহ ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যোগীর গেরুয়া প্রশাসনের অপদার্থতায় একেবারে তলানিতে এসে ঠেকেছে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সর্বস্তরে ধিক্কার উঠেছে অসৎ তান্ত্রিকদের এই বাড়বাড়ন্তের বিরুদ্ধে। কারণ, এই প্রথম নয়, তান্ত্রিকের তথাকথিত বিধানে শিশুবলির ঘটনা আগেও ঘটেছে যোগীরাজ্যে।

আরও পড়ুন-ট্রাম্পের উপদেষ্টার গুরুতর অভিযোগ

ঠিক কী হয়েছিল ঘটনাটা? কেনই বা নিজের নাতিকে এমন নৃশংসভাবে খুন করল দাদু? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুনি শরনের ছেলে এবং মেয়ে দু’জনেই আত্মহত্যা করেছিল। দুটি ঘটনাই ঘটেছিল পরপর দু’বছরে—২০২৩ এবং ২০২৪ এ। ছেলে এবং মেয়ের এভাবে মৃত্যুতে দিশাহারা হয়ে গিয়েছিল শরন। পরপর এই দু’টি আত্মহত্যার কারণ জানতে সে ছুটে গিয়েছিল ওই তান্ত্রিকের কাছে। শরনের প্রশ্নে অদ্ভুত উত্তর দেয় ওই তান্ত্রিক। দেয় কুপরামর্শও। যাকে বলে বিভ্রান্তিকর বিধান। তান্ত্রিক শরনকে বোঝায়, আসলে মৃত্যু হওয়ার কথা ছিল পীযূষের। কিন্তু তা না হয়ে মৃত্যু হয়েছে শরনের ২ সন্তানের। এর জন্য দায়ী পীযূষই। তান্ত্রিকের মুখে একথা শুনে অস্থির হয়ে ওঠে শরন। এই দুর্বল মুহূর্তেই তান্ত্রিক তাকে পরামর্শ দেয়, নাতি পীযূষকে হত্যা করতে হবে।
এরপরেই মঙ্গলবার রহস্যজনকভাবে নিখোঁজ হয় সরস্বতী বিদ্যামন্দিরের একাদশ শ্রেণির ছাত্র পীযূষ। স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও সে আর ফিরে আসেনি। স্কুলে গিয়ে পীযূষের মা জানতে পারেন, সে সেদিন আদৌ স্কুলে আসেনি। করেলি থানায় সঙ্গে সঙ্গে তা জানান মা। নিখোঁজ ডায়েরিও করেন। বুধবার তল্লাশির সময় নিখোঁজ পীযূষের মাথা খুঁজে পাওয়া যায় কারেলির সাইদপুর কাছার এলাকায়। এক মহিলার কথার সূত্র ধরে কুড়িয়া লওয়ান এলাকার নর্দমা থেকে উদ্ধার করা হয় শাড়িতে মোড়া টুকরো টুকরো দেহ।

Latest article