নাতিকে খুনের ঘটনায় ঠাকুমার জেল হেফাজত

Must read

সংবাদদাতা, হাওড়া: তিন মাসের নাতিকে খুন করে পুকুরে ফেলে দিয়েছিলেন ঠাকুমা (Howrah Grandmother Jail)। এই ঘটনায় অভিযুক্ত ঠাকুমা সারথী বন্দোপাধ্যায়কে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। বুধবার সারথিকে হাওড়া আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে দেন বিচারক। ডোমজুড়ের সলপ পীরডাঙ্গায় তিন মাসের নাতিকে পুকুরে ফেলে খুনের অভিযোগ ওঠে ঠাকুমার বিরুদ্ধে। মঙ্গলবারই অভিযুক্তকে (Howrah Grandmother Jail) গ্রেফতার করে তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে খবর, দফায় দফায় জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে। তাঁকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হবে। এই ঘটনায় অভিযুক্ত সারথির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন- পরিকল্পিত হত্যা, অভিযোগ মৎস্যজীবীর পরিবারের

Latest article