স্নায়ুর জটিল রোগ গবেষণায় অনুদান

স্নায়ুর কঠিন অসুখ নিয়ে গবেষণা করবেন বাংলার চিকিৎসক এবং গবেষকরা।

Must read

প্রতিবেদন : স্নায়ুর কঠিন অসুখ নিয়ে গবেষণা করবেন বাংলার চিকিৎসক এবং গবেষকরা। অসুখটি হল মোটর নিউরন ডিজিজ (এমএনডি)। এই গবেষণায় আর্থিক অনুদান দিচ্ছে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। রাজ্যের তরফে এই গবেষণার জন্য প্রায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই গবেষণা শুরুর নেপথ্যে রয়েছেন পেন ম্যানেজমেন্টের চিকিৎসক, প্রয়াত সুব্রত গোস্বামী। আড়াই বছরের কিছু বেশি সময় যিনি ভুগেছেন মোটর নিউরন ডিজিজে।

আরও পড়ুন-পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরিতে হবে প্রশিক্ষণ

তাঁরই ঘনিষ্ঠ অস্থি চিকিৎসক তথা এই গবেষণার মুখ্য উদ্যোক্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, ‘‘এমএনডি এমন একটি রোগ, যা ধরা পড়া মানেই কার্যত মৃত্যুর দিন গোনা। চোখের সামনে সুব্রতকে এভাবে ভুগতে দেখে চিন্তা করি, এই রোগ নিয়ে ব্যাপক ভাবে গবেষণা হওয়া প্রয়োজন।’’ এর পরেই বিভিন্ন চিকিৎসক ও গবেষকের কাছে আবেদন করেন তিনি। ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি’-র কাছেও আবেদন জানান তাঁদের পরিকাঠামো ব্যবহার করার জন্য। শান্তিরঞ্জন দাশগুপ্তর পাশাপাশি গবেষণা চালাবেন স্নায়ুরোগ চিকিৎসক বিমানকান্তি রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনোলজি বিভাগের অধ্যাপক রাজীব দে ও মহুয়া ঘোষচৌধুরী।

Latest article