দিল্লিতে দূষণের (Delhi Air Pollution) জেরে ভয়াবহ অবস্থা। টানা ৩ দিন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী। দূষণ উদ্বেগের মাঝে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লিতে। দূষণ মোকাবিলায় আজ, শুক্রবার সকাল ৮ টা থেকে কার্যকর হয়ে গিয়েছে তৃতীয় স্তরের (জিআরএপি ৩) সতর্কতা।
কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে
* জরুরি নয় এমন নির্মাণকাজ বা কোনও কিছু ভাঙার কাজ বন্ধ থাকবে। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজ চলতে পারে।
* তৃতীয় স্তরের সতর্কতা কার্যকর থাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে বেশি পরিমাণে জল দিতে হবে।
* অত্যাবশ্যকীয় প্রয়োজনেই ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে।
* বিএস ৩-এর নীচে থাকা পেট্রোল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচল বন্ধ। এই নিয়ম মানতে হবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডার বাসিন্দাদেরও।
* আন্তঃ রাজ্য পরিবহণের ক্ষেত্রে শুধুমাত্র বৈদ্যুতিক, সিএনজি এবং ডিজেল চালিত বিএস ৬ বাসই চলাচল করবে।
আরও পড়ুন- অশান্ত মণিপুরে ৬ নতুন এলাকায় জারি করা হল আফস্পা
এদিকে বৃহস্পতিবার পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে তাজমহল কার্যত অদৃশ্য হয়ে গিয়েছে কুয়াশার চাদরে। আগামী ৬ দিনও দিল্লির এমন করুণ অবস্থাই থাকবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস। যেহেতু একাধিক যানবাহন বন্ধ রাখা হচ্ছে, তাই প্রতিদিন ৪০টি মেট্রো বেশি চলছে দিল্লিতে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টার সময়ে দিল্লির আনন্দ বিহারে বাতাসের একিউআই পৌঁছে গিয়েছিল ৪৪১ পর্যন্ত। গত দু’দিন ধরে ব্যাহত হয়েছে বিমান চলাচল। দূষণের (Delhi Air Pollution) কারণে রাস্তায় বেরোলেই চোখ জ্বালা। অনেকেরই শ্বাসকষ্ট হচ্ছে। এর জেরে আজ থেকেই সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।