প্রতিবেদন : ম্যাচ শেষে গ্যালারির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন তিনি। সবুজ-মেরুন সমর্থকদের উৎসব দেখে ঘোর যেন কাটছিল না ডার্বি নায়কের।
আরও পড়ুন-নাস্তানাবুদ করে বাগান হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে
হুগো বুমোস। শনিবার মোহনবাগানের টানা সপ্তম জয়ের কারিগর। গোটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন। একটি গোলও করেছেন। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা তিনি। আপ্লুত বুমোস বলছেন, ‘‘৬০ হাজারেরও বেশি মানুষের সামনে খেললাম। এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। ডার্বিতে গোল করে দারুণ লাগছে। সবথেকে বড় কথা দল জিতেছে। তবে শুধু ডার্বি নয়, পরের ম্যাচগুলিতেও গোল করে দলকে জেতাতে চাই।”
অন্যদিকে, ইস্টবেঙ্গল কোচ স্টিফেন মনে করেন সুযোগ নষ্টের খেসারত দিল তাঁর দল। তাঁর বক্তব্য, ‘ফার্স্ট হাফে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। এই গোলগুলো হলে ম্যাচের ফল অন্যরকম হত।”
আরও পড়ুন-সামাজিক মাধ্যমেও কেন্দ্রের নজরদারি
লাল-হলুদ শিবিরের দাবি, বিরতির আগেই ইস্টবেঙ্গলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন রেফারি। তবে এই প্রসঙ্গে স্টিফেনের বক্তব্য, ‘‘এটা রেফারির বিষয়। আমি বরং বলব, হাফ টাইমে আমরা রীতিমতো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু হুগো বুমোসের গোলটা হঠাৎ করেই হজম করতে হল। এরপর ঘুরে দাঁড়ানো কঠিন ছিল।” স্টিফেন আরও বলেন, ‘‘একটু সময় দিন। এই দলটাই ঘুরে দাঁড়াবে। প্রতি ম্যাচেই ছেলেরা উন্নতি করেছে। আজ তো আমার দল রীতিমতো ভাল খেলেছে।”
ডার্বি দেখতে মাঠে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগানের জয় ভিআইপি বক্সে বসে উপভোগ করলেন মহারাজ। তাঁর প্রতিক্রিয়া, ‘‘বুমোসের খেলা দারুণ লাগল। আর মোহনবাগান তো ডার্বিতে বরাবরই ভাল খেলে থাকে।”