সংবাদদাতা, কৃষ্ণনগর : তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বেশি সংখ্যক মানুষকে ১০০ দিনের কাজের আওতায় আনতে হবে। কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকেও সেকথা জানিয়ে যান। তাই নদিয়া (Nadia) জেলার প্রশাসনিক কর্তারা ১০০ দিনের কাজে গতি আনতে এবং শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন। করোনা বাধা হয়ে দাঁড়ালেও থেমে নেই ১০০ দিনের কাজ।
আরও পড়ুন – তৃণমূলনেত্রী-অখিলেশের লখনউয়ে সভা ৮ ফেব্রুয়ারি
৯৮ লক্ষ শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা পূরণের দোরগোড়ায় নদিয়া। মঙ্গলবার জেলার অতিরিক্ত জেলাশাসক উন্নয়নশেখর সেন জানিয়েছেন, জেলায় ইতিমধ্যে ৯৬ লক্ষ্য শ্রমদিবস তৈরি হয়ে গিয়েছে। আগামী দু মাসে আরও দু লাখ শ্রমদিবস তৈরি হবে। আমরা দ্রুতগতিতে কাজ চালাচ্ছি। ১০০ দিনের কাজ নিয়ে খোঁজখবর নিতে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের পরিদর্শক দল জেলায় এসেছে। ওঁর পাঁচদিন নদিয়া (Nadia) ঘুরে দেখে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দফায় বৈঠক করবেন। জানা গিয়েছে, জেলায় ভাল পারফরম্যান্স করেছে তেহট্ট ও কৃষ্ণনগর। এই দুটি ব্লক পরিদর্শন করবেন ওঁরা।