প্রতিবেদন : আগের ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে আটকে গিয়ে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া করেছে মোহনবাগান। বুধবার সামনে কালীঘাট মিলন সংঘ। এই ম্যাচ জিতে ১৯ জুলাইয়ের ডার্বির আগে মানসিকভাবে ভাল জায়গায় থাকতে চায় সবুজ-মেরুন ব্রিগেড।
রেলওয়ে এফসি ম্যাচে লাল কার্ড দেখায় জর্জের বিরুদ্ধে খেলতে পারেননি সালাউদ্দিন আদনান। তরুণ উইঙ্গারের অভাববোধ করেছিল দল। মোহনবাগানও ম্যাচটি জিততে পারেনি। কোচ ডেগি কার্ডোজো জানিয়েছেন, সালাউদ্দিনকে কালীঘাট এমএসের বিরুদ্ধেও পাওয়া যাবে না। ফলে আগের ম্যাচের ভুল শুধরে নতুনভাবে ম্যাচ জেতার গেমপ্ল্যান তৈরি করতে হবে মোহনবাগান কোচকে।
আরও পড়ুন-২০২৮ অলিম্পিকে ক্রিকেট শুরু ১২ জুলাই
সিনিয়র দলের কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, গ্লেন মার্টিন্স কলকাতা লিগের যুব দলের সঙ্গে গত কয়েকদিন অনুশীলন করলেও মোহনবাগান কোচ জানালেন, তাঁরা এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। ফলে বুধবারের ম্যাচে কিয়ানদের খেলার সম্ভাবনা ক্ষীণ। দীপেন্দু মঙ্গলবার অনুশীলনেও আসেননি। তবে এই ম্যাচে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মোহনবাগান কোচ। প্রতিপক্ষ কালীঘাট এমএস-কে সমীহ করছেন ডেগি। বললেন, কালীঘাট এমএস টিমে ঘরোয়া লিগে খেলা অভিজ্ঞ ফুটবলাররা রয়েছে। ওরা ভাল দল। তাদের হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। তরুণরাই আমাদের ভরসা। কলকাতা লিগই তাদের মঞ্চ নিজেদের প্রমাণ করে সিনিয়র দলে উঠে আসার। আশা করি, প্রতিটি ম্যাচে প্রতিটি সুযোগ কাজে লাগাবে আমাদের ছেলেরা।