কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়

ডেবরার ব্রাহ্মণশাসন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। সিপিএম আমলে এই সমবায়ে কখনও ভোট হয়নি

Must read

সংবাদদাতা, ডেবরা : ডেবরার ব্রাহ্মণশাসন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা। সিপিএম আমলে এই সমবায়ে কখনও ভোট হয়নি। রবিবার ভোট হওয়ায় বিরোধীরা প্রথমে গোলমাল পাকিয়ে তা বানচাল করার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয় এবং ৬টি আসনের সব কটিই জিতে নেন তৃণমূলের প্রার্থীরা। জয়ের খবর পেয়েই আনন্দে মেতে উঠেন দলের কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে এলোপাথাড়ি গুলি, মৃত ১২

এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। এদিনের নির্বাচনে ডুঁয়া ১০/১ অঞ্চল সভাপতি গোবিন্দ সামাই ও জলিমান্দা অঞ্চল সভাপতি সুবল রানা, নির্বাচনের পর্যবেক্ষক গোলগ্রাম অঞ্চল সভাপতি কৌশিক গঙ্গোপাধ্যায়, ডেবরা ৫/২ অঞ্চল সভাপতি সমর দাস, রাধামোহনপুর ১১/২ অঞ্চল সভাপতি শিবপ্রসাদ হুই, ব্লক কিষান খেতমজুর সেল সভাপতি বাদল ধাওড়্যা, ব্লক এসসি/ওবিসি সেল সভাপতি গৌতম শীট, ডেবরা পূর্ব চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৌমিত্র ভুঁইয়া প্রমুখ যাঁরা পরিশ্রম করে প্রার্থীদের হয়ে প্রচার ও কাজ করেছেন তাঁদের অভিনন্দন জানানো হয় দলের পক্ষ থেকে।

Latest article