আজ আন্তর্জাতিক নারী দিবস (International women’s day)। প্রতি বছর ৮ মার্চ নারী দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কৃতিত্বকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। দিনটি , লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীর সমান অধিকার ইত্যাদি বিষয়গুলির উপর নির্ভর করেই পালিত হয়। প্রতিটি নারীকে সম্মান জানিয়ে এই দিনটি উদযাপন করা হয়। এই দিনটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে সুতা কারখানার নারী শ্রমিকেরা মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ করতে নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন। সেই মিছিলে সরকার লেঠেল বাহিনীর অত্যাচার চলে। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়।
আরও পড়ুন-কলকাতার ব্যাঙ্কে আইএমপিএসে ৮২০ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেন, তদন্তে নামল সিবিআই
আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে সকল নারীদের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার’। প্রসঙ্গত, নারী দিবসের প্রাক্কালে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামিছিল হয়েছে কলকাতার রাজপথে। এদিন তাঁর সঙ্গে ছিলেন দলের মহিলা সাংসদ-বিধায়ক-মন্ত্রী-সাংগঠনিক পদাধিকারীরা। সেইসঙ্গে টালিগঞ্জের অনেক অভিনেত্রী-শিল্পীরাও ছিলেন এই মিছিলে। মিছিলের স্লোগান ছিল— নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার। এসেছিলেন সন্দেশখালির মহিলারাও।
— Mamata Banerjee (@MamataOfficial) March 8, 2024