রাখিবন্ধন উৎসবে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

এটি এমন একটি উৎসব যা সৌভ্রাতৃত্বের সম্পর্ককে উদযাপন করে এবং একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে।

Must read

রাখিবন্ধন (RakhshaBandhan) মানেই ভালোবাসার মানুষদের দীর্ঘায়ু, সমৃদ্ধি এবং সুরক্ষার জন্য প্রার্থনা করা। যেকোন প্রতিকূল পরিস্থিতিতে রক্ষাকবচ হয়ে থাকার প্রতিশ্রুতি। এটি এমন একটি উৎসব যা সৌভ্রাতৃত্বের সম্পর্ককে উদযাপন করে এবং একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করে। যেকোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা দেশজুড়ে এই উৎসব পালিত হয়।

আরও পড়ুন-জোর করে বৈদ্যনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ ঘিরে বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে এফআইআর

আজ, ৯ অগাস্ট রাখিবন্ধন উৎসবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা দেশাত্মবোধক গান উদ্ধৃত করে লেখেন, ”বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান” সকলকে জানাই পবিত্র রাখিবন্ধনের আন্তরিক শুভেচ্ছা।”

 

আরও পড়ুন-দেশের মাঠে হ্যাটট্রিক করে বার্তা রোনাল্ডোর

এদিন সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”রাখী উপলক্ষে আমার সকল বোনদের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র সুতো ভালোবাসা, বিশ্বাস এবং পরিবার ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে। বাংলায় রাখির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানের প্রতিধ্বনি। এই রাখি আমাদের শান্তির ও সম্প্রীতির প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করুক। এই উৎসব প্রতিটি ঘরে আনন্দ, সমৃদ্ধি এবং নিরাপত্তার অনুভূতি বয়ে আনুক।”

 

Latest article