জোট শরিকদের শুভেচ্ছা

Must read

প্রতিবেদন : আপ-কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রাখার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)৷ সব দলকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷ আপ কংগ্রেসকে ‘ইন্ডিয়া’ ব্লক থেকে সরানোর দাবি তুলবে বলে হুঁশিয়ারিও দিয়েছে৷ এই পরিস্থিতিতে তিনি কী মনে করছেন? বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই জায়গা রাজ্য সরকারের৷ এখানে রাজনীতির প্রশ্ন নয়। তিনি (CM Mamata Banerjee) বলেন, এটা সরকারি প্ল্যাটফর্ম৷ এখানে আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না৷ ‘ইন্ডিয়া’র সতীর্থদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব রাজনৈতিক দলকেই আমি সমান শ্রদ্ধা করি৷ আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি৷ নতুন বছর সকলের ভাল করে শুরু হোক৷

আরও পড়ুন- দুর্গাপুর ব্রিজের নিচে আগুন সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Latest article