ভাইফোঁটা উপলক্ষে শুভেচ্ছা, গান লিখে দিলেন সুর, শুভনন্দন মুখ্যমন্ত্রীর

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা / মঙ্গলদীপে জ্বলুক শিখা।’ ভ্রাতৃদ্বিতীয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া গান প্রকাশ্যে এল সামাজিক মাধ্যমে।

Must read

প্রতিবেদন : ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা / মঙ্গলদীপে জ্বলুক শিখা।’ ভ্রাতৃদ্বিতীয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রীর (Chief minister) লেখা এবং সুর দেওয়া গান প্রকাশ্যে এল সামাজিক মাধ্যমে। আর আসার পরেই তা ভাইরাল। কালীপুজোর আগে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে প্রকাশিত হয় শ্যামাসঙ্গীত। ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।’ গেয়েছিলেন মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেন। সেই গান ছুঁয়ে ছিল ১৫০-এর মাইলস্টোন।

আরও পড়ুন-কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ৬ মাসে তৈরি চালসার রাস্তা

এবার ভ্রাতৃদ্বিতীয়ার গান। বাংলার মুখ্যমন্ত্রী দেশের মধ্যে ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি দেশের অন্যতম মহিলা মুখ্যমন্ত্রী, বিরোধী নেত্রী, তাঁকে ঘিরেই বিরোধীদের স্বপ্ন। রাজনৈতিক পরিমণ্ডলের পাশাপাশি তিনি লিখে চলেছেন কবিতা। আঁকছেন ছবি। লিখেছেন অসংখ্য প্রবন্ধ এবং অবাক করে দেওয়ার বিষয় হল, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ১৫০টির বেশি গান লিখে ফেলেছেন। অধিকাংশই মানুষের মুখে মুখে ফিরছে। এবারের শ্যামাসঙ্গীত তো বাংলার প্রায় সব ক’টি পুজো প্যান্ডেলে বেজেছে।

Latest article