দোলের রাতে অমৃতসরের খান্ডওয়ালার মন্দিরে গ্রেনেড হামলায় (grenade attack) কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় মন্দিরে। এই ঘটনায় এবার এনকাউন্টারে খতম আততায়ী। সোমবার সকালে রাজাশাঁসি এলাকায় পাঞ্জাব পুলিশের গুলিতে গুরসিড়ক সিং নামে দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- শিয়ালদহ চত্বরে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১
গোপন সূত্রে পুলিশ খবর পায় যে হামলাকারীরা রাজাশাঁসি রয়েছে। খবর পেয়ে অপরাধ দমন শাখা এবং স্থানীয় পুলিশ এলাকায় তল্লাশি চালায়। পুলিশকে দেখে বাইক নিয়ে গুরসিড়ক ও বিশাল পালানোর চেষ্টা করলে তাদের থামাতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পাল্টা গুলি চালায় পুলিশ। হেড কনস্টেবল গুরপ্রীত সিংয়ের বাঁ হাতে গুলি লাগে। ইন্সপেক্টর অমোলক সিংও জখম হন। আরেক রাউন্ড গুলি লাগে পুলিশের গাড়িতে। এরপরই আত্মরক্ষার্থে পালটা গুলি ছোড়ে পুলিশ। ইন্সপেক্টর বিনোদ কুমারের গুলিতে গুরসিড়ক আহত হলে পরে তার মৃত্যু হয়। তবে সেখান থেকে পালিয়ে যায় তার সঙ্গী বিশাল। খোঁজ চলছে তার।